দক্ষিণী নায়িকা রেসমিকা মাদানি কে তো সবাই চেনে , তার হাসি তে সবাই তো তাকে প্রশংসা করতে এতটা ও খামতি রাখে না । এবার রেসমিকা বলিউড সিনেমায় নাম লেখাতে যাচ্ছে। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার পর আসছে মাজনু। অমর বাটুলা ও গরিমা মেহাতার যৌথ প্রযোজনায় আসন্ন সিনেমার প্লট সাজান  হয়েছে একদম বাস্তবে বেশ কয়েকটি ঘটনার ভিত্তিতে। তবে এই সিনেমার বাস্তব গল্প একদম আলাদা।ভারত ও পাকিস্তানের সবচেয়ে গোপনীয় মিশনগুলোর অনুপ্রেরণায় তৈরি হয়েছে বহু অপেক্ষিত সিনেমা মিশন মাজনু।



সিনেমা চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ, অসীম অরোরা ও সুমিত বাথেজা। যেখানে সিদ্ধান্ত মালহোত্রা একজন RAW এজেন্ট, যিনি এই গোটা মিশনের নেতৃত্ব দিয়েছেন। এই সিনেমার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে একদিকে দক্ষিণী সুপারস্টার রেস্মিকা মান্দানার প্রথম বলিউড সিনেমা হতে চলেছে। অপরদিকে প্রথম পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে  চলেছেন শান্তনু বাগচী।



বুধবার, মিশন মাজনু সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হলো। পোষরটি সিদ্ধার্থ ও রেশমিকা দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন। ১৯৭০ এর ভারত ও পাকিস্তানের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে মিশন মাজনুর চিত্রনাট্য। যেখানে দেখানো হয়েছে শত্রুপক্ষের চোখের সামনে দিয়ে, কৌশলে মারাত্মক গোপন অভিযান করে জয়ী হয়ে ফিরেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা।


তবে বলিউডে পা দিয়ে রেশমিকা মান্দানা বলেন, 'হিন্দি সিনেমা আমার যাত্রা শুরুতেই আমি ভীষণ উচ্ছ্বসিত। নতুন দর্শকের কাছে পৌঁছতে পারব, এটা ভেবে ও বেশ আনন্দিত। মিশন মাজনু সিনেমায় অভিনয়ের অফারের জন্য আমি ধন্য। সিনেমার চিত্রনাট্য অত্যন্ত সুন্দর করে লেখা হয়েছে।'




প্রযোজক রনি স্ক্রেভেলা সিনেমা প্রসঙ্গে জানিয়েছেন, 'আমাদের দেশে অজানা হিরোদের আত্মত্যাগ ও প্রচেষ্টাকে একপ্রকার শ্রদ্ধা জানানো।সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে সীমান্তে হাজার হাজার হিরো নিজেদের প্রাণ দিয়ে দেশকে রক্ষা করে চলেছেন। তাদের কাজগুলোকে তেমন গভীরভাবে কেউ ভেবে দেখিনি।জীবনের ঝুঁকি নিয়ে তারা বহু গোপন অভিযান করে যান তা নজরে আনতে এই সিনেমা।





আপনার মতামত কমেন্ট বক্সে জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন